অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী

নববধূর সাজে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে চিত্রনায়িকার বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। আর এতেই শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মাঝে।

আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। এবার সেই বিয়ে বিতর্কে মুখ খুললেন বুবলী।

সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নেন তিনি। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান।

কিন্তু মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।

গণমাধ্যমে বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।

গৌতম সাহা বলেন, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।

তিনি আরও বলেন, কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সবসময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি বুবলীকে নিয়ে একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি। ভাইরাল ছবিগুলোতে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান।

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে তার হাতে রয়েছে, ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৫   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আজকের রাশিফল
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
পিআর পদ্ধতির নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: সাখাওয়াত
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়
অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর পাশে মাসুদুজ্জামান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ