সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের সংসদ সদস্য ও রিপ্রোসপারিটি পার্টির নেতা ডগান বেকিন।

আগামী ২৮ ডিসেম্বর দেশে ফেরার খবর শুনে তুরস্কের ইস্তাম্বুলে তার বাসায় সপরিবারে সাক্ষাৎ করতে যান তুরস্কের এই সংসদ সদস্য।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সপরিবারে কায়কোবাদের বাসায় গিয়ে কুশল বিনিময় করে ডগান বেকিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একইসঙ্গে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়েও খোঁজ খবর নেন।

তুর্কি এমপি এ সময় খালেদা জিয়া, তারেক রহমান এবং কায়কোবাদসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন । পাশাপাশি নিজেদের মাঝে দীর্ঘদিন ধরে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা আগামীতেও অটুট থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশের উন্নয়নে তুরস্ক আগামীতেও পাশে থাকবে বলে প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন উভয় নেতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে মুরাদনগরসহ দেশের মানুষ আনন্দিত হলেও তুরস্কের সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় অধিবাসীদের মাঝে বিরহ লক্ষ্য করা গেছে। স্থানীয় অনেকের সঙ্গে কায়কোবাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

এ ছাড়াও তুর্কি এমপি কায়কোবাদের সঙ্গে আলাপকালে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের প্রশংসা করেন।

ডগান বেকিন বলেন, বাংলাদেশের ছাত্রজনতা সম্মিলিতভাবে যে আন্দোলন করেছে তা ঐতিহাসিক এবং অনুপ্রেরণামূলক। পাশাপাশি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করেন তুর্কি এমপি।

বাংলাদেশ সময়: ১৮:২৯:১০   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেসসচিব
নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী
আনসার-ভিডিপির উদ্যোগে সরিষাবাড়ীতে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান
ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা
সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, কয়েকজন নিহত
জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর দায়িত্ব রেখে গেছে: আলী রিয়াজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ