বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।

সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড পেতে গত শুক্রবার বিকেলে আদালতে আবেদন করে পুলিশ। আর রোববার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

গত ১৯ ডিসেম্বর গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেটকার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

ঘটনার সময় সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। পরদিন ডোপ টেস্টে মামুন ও মিরাজুলের ফল ‘পজিটিভ’ আসে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান। এজাহারে বলা হয়, ঘটনার পর প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন আইনে তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান।

সেখানে নীলা মার্কেটে রাতের খাবার খান তারা। পরে ভোররাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ওই সময় বেপরোয়া গতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। এ ঘটনায় আহত হন বাকি দুজন।

পরে মেহেদীকে স্কয়ার হাসপাতালে ও অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১০:৩৯   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
চিন্ময়কে কেন জামিন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী
নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
বিচারকরা ১১৬ অনুচ্ছেদের কারণে সরকারের কাছে জিম্মি: আইনজীবী
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে
উদ্বোধন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা, ডিবির এসআই কনক কারাগারে
২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ