চাদে প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র হামলা নস্যাৎ সেনাবাহিনীর, নিহত ১৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » চাদে প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র হামলা নস্যাৎ সেনাবাহিনীর, নিহত ১৯
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



চাদে প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র হামলা নস্যাৎ সেনাবাহিনীর, নিহত ১৯

মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনায় প্রেসিডেন্ট ভবনে হামলায় ১৮ বন্দুকধারী এবং একজন নিরাপত্তা কর্মীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র ব্যক্তিদের হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

চাদ সরকারের মুখপাত্র এবং পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামুল্লাহ বলেছেন, “হামলাকারীদের মধ্যে ১৮ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন এবং আমাদের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”

গুলি চালানোর কয়েক ঘণ্টা পর, তার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কোমরের বেল্টে বন্দুকসহ সৈন্যদল পরিবেষ্টিত কৌলামাল্লাহ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, অস্থিতিশীলতার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।

চাদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সরকারি সফরের সময় এই হামলার ঘটনা ঘটল।

গুলাগুলির কয়েক ঘণ্টা আগে, চাদের প্রেসিডেন্ট মাহমাত ইদ্রিস ডেবি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

কৌলামাল্লাহর মতে, হামলার সময় মাহমাত প্রেসিডেন্ট ভবনেই ছিলেন।

একটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমকে জানায়, আক্রমণকারীরা বোকো হারাম জিহাদি গোষ্ঠীর সদস্য। কিন্তু কৌলামাল্লাহ পরে বলেন যে, তারা ‘সম্ভবত সন্ত্রাসী নয়’, তারা মাতাল ছিল।

আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনাটি সম্ভবত একটি ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, তিনটি গাড়িতে করে আসা ব্যক্তিরা প্রেসিডেন্ট ভবনের আশেপাশের সামরিক শিবিরগুলোতে আক্রমণ করেছিল, কিন্তু সেনাবাহিনী তাদের নিষ্ক্রিয় করে দেয়।

২০২১ সালে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছেলে মাহমাত ইদ্রিস ডেবি। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এক অভ্যুত্থানের পর থেকে ইদ্রিস ডেবি চাদ শাসন করছিলেন। সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৬   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ