প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ‘আইকিউ টেস্ট’ তৈরি খুবই গুরুত্বপূর্ণ: প্রাথমিক উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ‘আইকিউ টেস্ট’ তৈরি খুবই গুরুত্বপূর্ণ: প্রাথমিক উপদেষ্টা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ‘আইকিউ টেস্ট’ তৈরি খুবই গুরুত্বপূর্ণ: প্রাথমিক উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের উপযোগী ‘আইকিউ টেস্ট’ তৈরি করা জাতির অগ্রগতি ও শিক্ষার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করা হয়, যা প্রাথমিক শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের চাহিদার সঙ্গে মানানসই একটি কার্যকর পদ্ধতি তৈরিতে সহায়ক হবে। সভায় সভাপতিত্ব করেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- আইকিউ টেস্ট করার নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয় যুগ্ম সচিব মোছাঃ হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো: শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আতাউল গনি, পরিচালক মো: লুৎফুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ জাকির হোসেন।

উল্লেখ্য, আইকিউ টেস্ট তৈরির নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য ১৪ জানুয়ারি ২০২৫ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আট সদস্য বিশিষ্ট একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। অন্য সদস্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৫   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ
সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের
‘গণ-অভ্যুত্থানের বিজয় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বন্দরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি, আটক ১
তিন ঘণ্টা পর চাষাঢ়া থেকে সরলেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ