রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানা এলাকা থেকে ১০ ছিনতাইকারীকে ছুরি, চাপাতি ও সামুরাইসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-২।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া ছনতাইকারীদের মধ্যে মোহাম্মদপুর ও আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদীও (২৮) রয়েছেন। গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরা হলেন: মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ওই স্থানগুলোতে র‌্যাব ২- এর একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে মোহাম্মপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার মো. মেহেদীর বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। তিনি চাঁদাবাজি, ডাকাতি, মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব বলছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০১   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ