রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

‘ঐক্যবদ্ধ কাজকরি কুষ্ঠমুক্ত দেশগড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা ইপিআই ভবনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, লেপ্র বাংলাদেশ- এর সুনামগঞ্জ কো-অর্ডিনেটর শেখর পাল, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।

এ কর্মসূচিতে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড প্রোগ্রাম অর্গানাইজার, বিভিন্ন উপজেলা থেকে আগত মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:০০   ১৪০ বার পঠিত