নারী দিয়ে গ্রাফিক্স ডিজাইনার অপহরণ, গ্রেপ্তার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী দিয়ে গ্রাফিক্স ডিজাইনার অপহরণ, গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



নারী দিয়ে গ্রাফিক্স ডিজাইনার অপহরণ, গ্রেপ্তার ৬

বন্দরে নারীর ফাঁদে ফেলে এক গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অপহৃত গ্রাফিক্স ডিজাইনার আল আমিন (৩০) রাজধানীর মিরপুর থানার শাহ আলীবাগ এলাকার আব্দুল খালেকের ছেলে। গত সোমবার (২৭ জানুয়ারি) রাতে আনিকা ওরফে রিংকি (২৫) নামে এক নারীর মাধ্যমে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৬ অপহরণকারীসহ ২১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেপ্তারকৃত ৬ অপহরণকারীকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার শাকিল (২৮), দাঁশেরগাও আমিরাবাদ এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে শাকিল (১৯), নোয়াদ্দা এলাকার মো. হোসেন মিয়ার ছেলে রাহাত (২৪), কাইতাখালি এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে শিল্প (২৪), একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৭) এবং একরামপুর পৌরসভা এলাকার সোহেল পাটুয়ারী ছেলে মো. শরিফ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দরের শাকিল আহম্মেদের স্ত্রী আনিকা ওরফে রিংকি’র সঙ্গে আল আমিনের ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে ম্যাসেঞ্জারে কথোপকথন চলত। এর পরিপ্রেক্ষিতে, গত সোমবার রাতে রিংকি আল আমিনকে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বললে, তাকে অপহরণ করে কাইতাখালি বাস স্ট্যান্ডের পাশে পাকুরের পাড়ে নিয়ে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহরণকারীরা আল আমিনকে মারধর করে তার মোবাইল ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তার পিতার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে তারা আল আমিনকে সাবদী এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে আল আমিন পুলিশকে সংকেত দিলে, টহলরত পুলিশ তাকে উদ্ধার করে, তবে অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, “এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

বাংলাদেশ সময়: ২২:০০:৫৫   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দীতে হবে জামায়াতের মহাসমাবেশ
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
পঞ্চগড় সীমান্তে চোরাকারবারি আটক
গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত: কাদের গনি চৌধুরী
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
সরিষাবাড়ীতে রাজনীতির মাঠ এখন ‘পারিবারিক লড়াই’ একই পরিবারে ৩ প্রার্থীর
কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ