ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন ‘আমাদের দেশের সম্পত্তি হলো জনগণ এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে। তবে মেধাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। চায়নাতে অনেক রেস্টুরেন্টে কর্মচারী ছাড়াই রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। আমরাও এই প্রযুক্তি থেকে পিছিয়ে থাকতে চাই না। শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ, তারা তাদের মেধা ও দক্ষতা দিয়ে এই দেশের উন্নয়নে কাজ করবে।

বুধবার (২৯ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসনের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই মেলার উদ্বোধনের পর এক বক্তব্য এ কথা বলেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান পৃথিবী এখন প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একদিন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, সদর সার্কেলের সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান, কৃষি অফিসার মাহমুদা হাসনাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে ৬টি কলেজ ও ১৫টি স্কুল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, হাজী মিছির আলী ডিগ্রী কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, কমর আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আদর্শ স্কুল, বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া খন্দকার পৌর বিদ্যালয়, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৭   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান
তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
নতুন নীতিমালায় স্টারলিংক লাইসেন্স সুবিধা, দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ