ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন ‘আমাদের দেশের সম্পত্তি হলো জনগণ এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো যথেষ্ট মেধা রয়েছে। তবে মেধাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। চায়নাতে অনেক রেস্টুরেন্টে কর্মচারী ছাড়াই রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। আমরাও এই প্রযুক্তি থেকে পিছিয়ে থাকতে চাই না। শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ, তারা তাদের মেধা ও দক্ষতা দিয়ে এই দেশের উন্নয়নে কাজ করবে।

বুধবার (২৯ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসনের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই মেলার উদ্বোধনের পর এক বক্তব্য এ কথা বলেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান পৃথিবী এখন প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একদিন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, সদর সার্কেলের সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান, কৃষি অফিসার মাহমুদা হাসনাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে ৬টি কলেজ ও ১৫টি স্কুল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, হাজী মিছির আলী ডিগ্রী কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, কমর আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আদর্শ স্কুল, বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া খন্দকার পৌর বিদ্যালয়, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৭   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে: তারেক রহমান
সোনারগাঁয়ে কাইকারটেক হাটে মামুন মাহমুদের লিফলেট বিতরণ
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার
আগে ক্যাপাসিটি বিল্ড আপ, তারপর এলডিসি থেকে উত্তরণ : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ