অস্কার না পেলেও আক্ষেপ নেই সেলেনার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্কার না পেলেও আক্ষেপ নেই সেলেনার!
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



অস্কার না পেলেও আক্ষেপ নেই সেলেনার!

দেশি ভাষার চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক অস্কার মনোনয়ন পাওয়ার পরও, ‘এমিলিয়া পেরেজ’ দ্রুতই বিতর্কের ঘূর্ণাবর্তে পড়েছে। এর কারণ, ছবির তারকা কার্লা সোফিয়া গাসকোনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সেরা অভিনেত্রীর জন্য অস্কারে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মনোনীত গাসকন, ইসলাম, মার্কিন বর্ণবাদবিরোধী বিক্ষোভ, এমনকি অস্কার নিয়ে তার নিজের পোস্টের কারণে সমালোচিত হয়েছেন। এমনকী সিনেমাটির অস্কার জয়ের সম্ভাবনাও ম্লান হয়ে আসছে।

কান উৎসব ও গোল্ডেন গ্লোব পুরস্কারে বাজিমাত করা ‘এমিলিয়া পেরেজ’-এর অস্কার সম্ভাবনা ছিল প্রবল। পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। কিন্তু ছবির অভিনেত্রী কারলা সোফিয়ার পুরনো টুইটের সূত্র ধরে তা ম্লান হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে হলিউড পাড়ায় চলছে বিতর্ক, আলোচনা-সমালোচনা।
তবে এই নেতিবাচক প্রসঙ্গের কারণে ‘এমিলিয়া পেরেজ’ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না ছবির আরেক অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সান্তা বারবারা চলচ্চিত্র উৎসবে আমেরিকান সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু জাদু উধাও হয়ে গেছে। তবে ছবিটি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমি কোনো আক্ষেপ নিয়ে জীবনধারণ করি না।
যদি সুযোগ পাই, এই ছবি একবার নয়, বারবার করব।’

বিভিন্ন সময়ে মুসলিম, জর্জ ফ্লয়েড এমনকি অস্কার নিয়েও নেতিবাচক টুইট করেছিলেন কারলা সোফিয়া। সেসব মন্তব্যই সামনে এসেছে পুনরায়। একবার তো সেলেনাকেও কটাক্ষ করে ‘ধনী ইঁদুর’ বলেছিলেন এ অভিনেত্রী। তবে সেসব নিয়ে মনে কষ্ট রাখতে চান না সেলেনা।
ছবিটির শুটিং সেটে সুন্দর সময় কেটেছিল বলেই জানান তিনি।

নির্মাতা জ্যাক অদিয়াকে ধন্যবাদ জানিয়ে সেলেনা বলেন, ‘নির্মাতা আমার ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমি যে অভিনয়ে আরো অনেক কিছু করতে পারি, সেটা দেখানোর একটা সুযোগ পেলাম। আশা করছি, অভিনয়ে নিজেকে মেলে ধরার সূচনা এটা।

বাংলাদেশ সময়: ১১:৩০:৫০   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে
আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশি-বিদেশি ষড়যন্ত্রে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : সাখাওয়াত
ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা
হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের ওপর থুতু ছিটান হাসিনা
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর
দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ