ছিনতাইরোধে ব্যবস্থা নেওয়া হবে: হোসিয়ারি সমিতিকে ডিসির আশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছিনতাইরোধে ব্যবস্থা নেওয়া হবে: হোসিয়ারি সমিতিকে ডিসির আশ্বাস
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



ছিনতাইরোধে ব্যবস্থা নেওয়া হবে: হোসিয়ারি সমিতিকে ডিসির আশ্বাস

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক হোসিয়ারি সমিতিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু জানান, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা হোসিয়ারি ব্যবসার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর ছিনতাইকারীদের নজর বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে দূরপাল্লার ব্যবসায়ীরা আসতে ভয় পাচ্ছেন, যা হোসিয়ারি শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে।

তিনি আরও জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া নয়ামটি এলাকায় হোসিয়ারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য দুটি গেট স্থাপনের কাজ চলছে।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম হোসিয়ারি সমিতির নেতাদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমি অবগত হয়েছি। ছিনতাই প্রতিরোধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক, সাইফুল ইসলাম হিরু, মো. নাছির শেখ, আব্দুস সোবহান ও বিল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২০   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছে - মুক্তিযুদ্ধ উপদেষ্টা
বন্দরে কামাল চেয়ারম্যান গ্রেপ্তার, রিমান্ডের আবেদন
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
আগামি বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে: বাণিজ্য উপদেষ্টা
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ
ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ