পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
বুধবার, ৫ মার্চ ২০২৫



পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতটি শিশু। মঙ্গলবার (৪ মার্চ) পুলিশ ও উদ্ধার পরিষেবা এ তথ্য জানিয়েছে।

বুধবার (৫ মার্চ) প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বান্নু এলাকায় রমজান মাসের ইফতারের পরপরই ঘটনাটি ঘটেছে। এ সময় নিরাপত্তা স্থাপনার পাশের একটি মসজিদের ছাদে বিস্ফোরণটি ঘটে।

দুই আত্মঘাতী বোমা হামলাকারী দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে মসজিদে ধাক্কা দিলে এই বিস্ফোরণ হয়।

কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরে আরও কয়েকজন ওই সামরিক স্থাপনায় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের এই প্রচেষ্টা বানচাল করে দেয়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চললে ছয়জন নিহত হন।

বান্নু হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নওমান জানিয়েছেন, এই হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও যোগ করেছেন যে তারা সকলেই বেসামরিক নাগরিক। যারা ধসে পড়া ভবন এবং দেয়ালের নিচে চাপা পড়েন। একটি হাসপাতালের তালিকায় দেখা গেছে যে নিহতদের মধ্যে কমপক্ষে সাতটি শিশু ছিল।

ধসে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে আরও হতাহতের সন্ধান করা হচ্ছে বলেও জানানো হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘পাকিস্তানের শত্রুদের এই ষড়যন্ত্র কখনই সফল হতে দেয়া হবে না।’

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি পুলিশ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি তালেবান (টিটিপি) ইসলামপন্থি গোষ্ঠীর আক্রমণ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৮   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ