সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

প্রথম পাতা » অর্থনীতি » সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দেওয়া।

তিনি বলেন, ‘আমরা আর কর ব্যয় বহন করতে চাই না। কর অব্যাহতির সংস্কৃতি থেকে সরে আসার সময় এসেছে।’

মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ), বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এবং অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর দিয়ে কেউ দেউলিয়া হয় না, কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর নয়। তাহলে দিতে সমস্যা কোথায়।’

ব্যবসা শুরু করার আগে কর ছাড় চাওয়ার মানসিকতার সমালোচনা করে রাজস্ব বোর্ডের প্রধান বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত কর ছাড়ের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, ভৌগোলিক সুবিধা এবং সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘আয়কর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর ছাড় দেওয়া হলেই শিল্প প্রতিষ্ঠা করা উচিত এই ধারণাটি ভূল।

বিদেশী অর্থায়নে পরিচালিত সরকারি প্রকল্প সম্পর্কে আবদুর রহমান খান বলেন, কর আদায় নিশ্চিত করার জন্য চুক্তিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কর রাজস্ব থেকে বঞ্চিত থাকব। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে কর প্রদান ঠিকাদারদের দায়িত্ব।

কর ফাঁকি রোধকল্পে চুক্তিগুলো সতর্কতার সাথে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, এই খাতে কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং এই সমস্যা সমাধানের জন্য একটি বিস্তৃত আলোচনা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৮   ৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে : বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
চুরির আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই : গভর্নর
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ