নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণির জেলায় উন্নিত করার দাবি মাসুদুজ্জামানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণির জেলায় উন্নিত করার দাবি মাসুদুজ্জামানের
বুধবার, ১২ মার্চ ২০২৫



নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণির জেলায় উন্নিত করার দাবি মাসুদুজ্জামানের

রাজস্ব প্রদানে চট্টগ্রামের পরেই নারায়ণগঞ্জের অবস্থান হলেও জেলা হিসেবে নারায়ণগঞ্জ তৃতীয় শ্রেণির। তাই নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণীর জেলায় উন্নিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদ্য বিদায়ী সভাপতি মো. মাসুদুজ্জামান।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান।

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন৷

ইফতার মাহফিলে মাসুদুজ্জামান আরও বলেন, নারায়ণগঞ্জে ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়েছে। এসব রোধে প্রশাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন।

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু বলেন, গ্যাস বিল হঠাৎ করে ডাবল করে দেয়া হচ্ছে। এটা করলে ব্যবসা বানিজ্য টিকিয়ে রাখা অসম্ভব। তিনি গ্যাসের মুল্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবী জানান।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঈদ পর্যন্ত জেলার যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প শহর হিসেবে পরিচিত। কিন্তু শিল্পায়নের কারনে নারায়ণগঞ্জের পরিবেশ অনেক বিনষ্ট হয়েছে। আমি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের বলবো তাদের সি এস আর কার্যক্রমের অংশ হিসেবে তারা যেন পরিবেশ রক্ষায় কাজ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩১   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ