গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়: মাহবুব মোর্শেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়: মাহবুব মোর্শেদ
রবিবার, ১৬ মার্চ ২০২৫



গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়: মাহবুব মোর্শেদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

মাহবুব মোর্শেদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অনেকে বিভিন্ন দাবি জানাচ্ছে, রাজপথে আন্দোলনে নামছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের মধ্যেও এখন বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই বিভাজন বাস্তবসম্মত, কারণ গণ-অভ্যুত্থান এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রতিটি শ্রেণির মানুষ তাদের মতাদর্শ ও সমর্থন নিয়ে একত্রিত হন। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কথা ভাবেন এবং নিজেদের দাবি উত্থাপন করেন, যা স্বাভাবিক। তবে এটি নিশ্চিত করতে হবে যে, এসব দাবির মাধ্যমে গণ-অভ্যুত্থানের যে ঐক্য ছিল, তা যেন বিনষ্ট না হয়।’

গণ-অভ্যুত্থানের শিক্ষা স্মরণ করিয়ে মাহবুব মোর্শেদ বলেন, ‘ঐক্যের মূল শিক্ষা হলো, মতাদর্শিক ভিন্নতা থাকলেও আমরা যেন পরস্পর ঐক্যবদ্ধ থাকতে পারি। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই ঐক্য ধরে রাখা।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যেন ভুলে না যাই কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তারপর আবার সেই পুরনো শাসনব্যবস্থায় ফিরে যেতে চাই না-যেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানবাধিকার লঙ্ঘিত হতো, ভোটাধিকার ছিল না, স্বাধীনভাবে রাজনীতি করা যেত না, মিছিল-মিটিংয়ের সুযোগ ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, আমরা যেন আর কখনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী ব্যবস্থায় ফিরে না যাই।’

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৯   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ