জামালপুরে ভুয়া ডিসি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভুয়া ডিসি আটক
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



জামালপুরে ভুয়া ডিসি আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ভুয়া ডিসি পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাজ্জাদ হোসেন সাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার চাড়াইলদার গ্রামে চাঁদাবাজি করার সময় কথিত এই ডিসিকে হাতেনাতে ধরে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

প্রতারক ডিসি নামধারী সাজ্জাদ হোসেন সাকিব ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা পাটানিপাড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথিত এই ডিসি নাদুসনুদুস টাইপের হ্যান্ডসাম চাঁদাবাজ। কখনো ডিসি, কখনো ইউএনও, কখনো বা থানার বড় বাবু সেজে সাঙ্গপাঙ্গ নিয়ে চার চাকা গাড়ি হাঁকিয়ে নিরীহ সহজ সরল মানুষদের বোকা বানিয়ে হাতিয়ে নেন নগদ অর্থ। আর কেউ চাঁদা দিতে গড়িমসি করলে ভয়ভীতি প্রদর্শন আর নানান ধরনের হুমকি দিয়ে চলে স্বার্থ হাসিলের চেষ্টা করেন তিনি।

জানা যায়, মাটি ব্যবসায়ী রেজাউল করিম ভেক্যু দিয়ে কুলিয়া ইউনিয়নের চিনিতোলা এলাকায় মরা খাল থেকে চুক্তিভিত্তিক মাটি কাটছিলেন। মাটি কাটতে প্রশাসনিক কোনো প্রকার ঝামেলা হবে না মর্মে ডিসি সাহেবের সঙ্গে সমঝোতা করে দেওয়ার কথা বলে উপজেলার চাড়াইলদার গ্রামের সুরুজ প্রামাণিকের ছেলে প্রতারক মনির হোসেন জুইস, সাপ্তাহিক তেত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করেন।

রেজাউল করিম তাতে রাজি হয়ে ডিসি সাহেবকে দেখার বায়না ধরলে সোমবার দুপুরের দিকে কথিত ডিসি সাজ্জাদ হোসেন সাকিব প্রাইভেট কার যোগে দেখা করতে এলে স্থানীয় জনতার হাতে আটক হন। আরেক প্রতারক মনির হোসেন জুইস কৌশলে পালিয়ে যান।

স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে জোর পূর্বক পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে বিপদে ফেলার চেষ্টাও করেন কথিত ডিসি সাজ্জাদ হোসেন সাকিব।

পরে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথিত ডিসিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আটক প্রতারক সাকিবকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলে জানান মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম তবে সেখানেও বাঁধ সাধে কথিত ডিসি সাজ্জাদ সাকিবের আত্মীয় স্বজনরা। মামলায় স্বাক্ষর দিতে গেলে তাকে টেনে হিঁচড়ে বাইরে আনার চেষ্টা করেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫০   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম
শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে - মির্জা ফখরুল
ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত
পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ