আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমরা সারা বিশ্বের মুসলমানের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে ধর্ম পালন করতে চাই, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে চাই। ইহুদি রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের উপর যে অন্যায়, অত্যাচার ও গণহত্যা করছে, মহান আল্লাহতালা যেন সারা বিশ্বের মুসলিম মানুষের ঐক্যের বন্ধন তৈরি করে দেয় এবং এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যেন আমরা সোচ্ছার হয়ে আন্দোলন করতে পারি । মহান আল্লাহতালার কাছে সাহায্য চাই, মহান আল্লাহতালা যেন এই অত্যাচারি, এই জুলুমবাজ, গণহত্যাকারী এই রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ সমবেশে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা এমন এক জাতি যে জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এই মুসলিম উম্মাহ মানব জাতির একমাত্র মনোনিত ধর্ম। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্থনকারী, আমাদের মহান স্রষ্টা সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদত করার জন্য। আমরা তার এবাদত করি। আমাদের কে নির্দেশ দেওয়া হয়েছে কল্যাণের পথে মানুষকে আহ্বান করার জন্য, সত্যার পথে মানুষকে আহ্বান করা জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।

গিয়াসউদ্দিন বলেন, আজকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ তারা যে নির্মম, নিষ্ঠুর, র্ববর, নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা সারা বিশে^ও মুসলমানরা করে যাচ্ছে। শুধু মুসলিম বিশে^ নয় পৃথিবীর যে কোন বিবেকবান মানুষ যার মধ্য মানবিক গুনা বলি আছে, যার মধ্য সামান্যতম মানুষের প্রতি ভালোবাসা আছে তারা প্রত্যাকে আজকে নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্ম পরায়ন মানুষ আজকে দেশের বিভিন্ন জায়গায় এই অন্যায়, অত্যাচার, নিপিড়ন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

বিক্ষোভ মিছিলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ প্রভাষক, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:১২   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্য
ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
‘মেয়ে ভেবে মাকে’ তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ!
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: বিএনপি
ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির চেষ্টার অভিযোগ সালাহউদ্দিনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ