আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমরা সারা বিশ্বের মুসলমানের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে ধর্ম পালন করতে চাই, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে চাই। ইহুদি রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের উপর যে অন্যায়, অত্যাচার ও গণহত্যা করছে, মহান আল্লাহতালা যেন সারা বিশ্বের মুসলিম মানুষের ঐক্যের বন্ধন তৈরি করে দেয় এবং এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যেন আমরা সোচ্ছার হয়ে আন্দোলন করতে পারি । মহান আল্লাহতালার কাছে সাহায্য চাই, মহান আল্লাহতালা যেন এই অত্যাচারি, এই জুলুমবাজ, গণহত্যাকারী এই রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ সমবেশে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা এমন এক জাতি যে জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এই মুসলিম উম্মাহ মানব জাতির একমাত্র মনোনিত ধর্ম। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্থনকারী, আমাদের মহান স্রষ্টা সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদত করার জন্য। আমরা তার এবাদত করি। আমাদের কে নির্দেশ দেওয়া হয়েছে কল্যাণের পথে মানুষকে আহ্বান করার জন্য, সত্যার পথে মানুষকে আহ্বান করা জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।

গিয়াসউদ্দিন বলেন, আজকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ তারা যে নির্মম, নিষ্ঠুর, র্ববর, নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা সারা বিশে^ও মুসলমানরা করে যাচ্ছে। শুধু মুসলিম বিশে^ নয় পৃথিবীর যে কোন বিবেকবান মানুষ যার মধ্য মানবিক গুনা বলি আছে, যার মধ্য সামান্যতম মানুষের প্রতি ভালোবাসা আছে তারা প্রত্যাকে আজকে নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্ম পরায়ন মানুষ আজকে দেশের বিভিন্ন জায়গায় এই অন্যায়, অত্যাচার, নিপিড়ন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

বিক্ষোভ মিছিলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ প্রভাষক, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:১২   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
বাংলাদেশ রেলওয়ের সেবা ও সুরক্ষায় সাহসিকতা ও অবদানের স্বীকৃতি পেলেন তিন রেল কর্মী
সরিষাবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে: উপদেষ্টা ফারুকী
গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য ৪ ধরনের পরিণতি হয়েছে: গুম কমিশন সভাপতি
ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ
মাদকাসক্ত ছেলেকে মেরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা, বলছে পুলিশ
স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: মঈন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ