শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



সরিষাবাড়ীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ভাটারা ইউনিয়নের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল ও কলেজ মাঠে ভাটারা বিট পুলিশিং কমিটি আয়োজনে এ আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়ার সভাপতিত্বে এবং সরিষাবাড়ী থানার দ্বিতীয় কর্মকর্তা বিকাশ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম সেবা।

এসময় তিনি বলেন,পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সদস্যদের পাশে থেকে সহায়তা করুন। আমরা চাই অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়তে। আমরা ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সহায়তা চাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল আওয়াল, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী হুমায়ুন কবির খান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবির হোসেন বিপুল প্রমুখ।

সভায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এদেশ থেকে ফ্যাঁসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার দোসরেরা পালিয়ে গেছে। তাদের অপকর্মের কারণেই মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ফ্যাঁসিবাদের অনেক দোসরেরা এখনও বিভিন্ন অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা জামায়াতে সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল আওয়াল বলেন, সুন্দর একটি সমাজ গড়তে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত থাকতে হবে সবাইকে। সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৯   ১১৪ বার পঠিত