রানা প্লাজা ধসের পর বিদেশি সংস্থাকে উদ্ধার কাজে বাধা দেওয়া হয়েছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রানা প্লাজা ধসের পর বিদেশি সংস্থাকে উদ্ধার কাজে বাধা দেওয়া হয়েছিল
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



রানা প্লাজা ধসের পর বিদেশি সংস্থাকে উদ্ধার কাজে বাধা দেওয়া হয়েছিল

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রানা প্লাজার ধসের পর বিদেশি সংস্থাগুলো বাংলাদেশে উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়েছিল। শেখ হাসিনা সরকার বিদেশি সংস্থাগুলোকে উদ্ধার কার্যক্রমে বাধা দিল। অনুমতিটুকুও দিল না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে দুর্বৃত্তায়ন করেছিল। রানা প্লাজার মাধ্যমে এই দুর্বৃত্তায়নের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে দেয়নি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারে ধসে যাওয়া রানা প্লাজার সামনে অস্থায়ী মঞ্চে শ্রমিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আর যাদের স্মরণে আমরা এখানে একত্রিত হয়েছি। এক যুগ আগে আজকের এই দিনে রানা প্লাজার ভবন ধসে যে ১২শ শ্রমিক নিহত হয়েছেন, শহিদ হয়েছেন, আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের সকলকে আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষেরা খুব বেশি শিক্ষিত নন। শিক্ষাদীক্ষা অর্জন করার পর সরকারি চাকরি করে তাদের পেট চলবে, পরিবারের ভরপোষণ চলবে, সেই সক্ষমতা বাংলাদেশের অধিকাংশ মানুষের নাই। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষ শ্রমিক ও মজুর। এটা অন্তত দুর্ভাগ্যের বিষয়- বাংলাদেশের অর্থনৈতিক শক্তি যে শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে ও শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন, সেই নিশ্চয়তাটুকু আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে রানা প্লাজার মতো দুঃসহ ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো পৃথিবীকে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে সবচেয়ে বীভৎস উদাহরণ হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশের শ্রমিকেদের নিরাপদ কর্মস্থল এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠেনি। শ্রমিকদের যে নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করা গেল না সেটার পেছনে সব চাইতে বড় দায়ী বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি।

২৪ এর জুলাই আন্দোলন নিয়ে আখতার হোসেন বলেন, ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পরাজয় হয়েছে, খুনি হাসিনার পরাজয় হয়েছে, সোহেল রানা-এনাম গংদের পরাজয় হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছে সেই দাবির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মেসেজ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে। যাতে করে এই রানা প্লাজা ধসের ঘটনায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়। যারা এ ঘটনার সাথে দায়ী ছিলেন তাদেরকে যথা উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই দাবি শ্রমিকেরা জাতীয় নাগরিক পার্টির ব্যানারে উত্থাপন করেছে। এই দাবি সরকারের কাছে আমরা উত্থাপন করছি।

এ সময় তিনি রানা প্লাজার হতাহতদের পুনর্বাসন, রানা প্লাজার হতাহতদের আত্মসাতের টাকা উদ্ধার করে শ্রমিকদের মধ্যে বণ্টন, রানা প্লাজায় ধসের ঘটনায় মামলার দোষীদের আইনের আওতায় আনা ও শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতালের দাবি জানান।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমির্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ,জয়নাল আবেদীন শিশির, আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও রানা প্লাজা ধসে হতাহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:১৪   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ
মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা
ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি
সিদ্ধিরগঞ্জে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব
শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ