জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে র্যালী নিয়ে আগেপরে যাওয়া কে কেন্দ্র করে শ্রমিকদের দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এঘটনা ঘটে।
আহতরা হলেন - শ্রমিক দলের নেতা দুলাল মিয়া ওরফে দুল্লু, রুবেল মিয়া ও ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব ও বরকতউল্লাহ।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে সরিষাবাড়ি থানা ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিকস এবং প্লাম্বার মিস্ত্রী এসোসিয়েশন এর ব্যানারে একটি র্যালী উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। এসময় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদারের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর আসে। তারা পিছন থেকে আগে যাইতে চাইলে র্যালীর লোকজন পাশ দিয়ে জায়গা দিচ্ছিলো না। পরে একাধিকবার মোটরসাইকেলের বাঁশি দেওয়ায় তারা সাইড দেয়।
পরে শ্রমিক দলের লোকজন পাশ কাটিয়ে সামনে গিয়ে মোটরসাইকেল থামিয়ে রাস্তা অবরোধ করে। এসময় উভয়ের কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্রমিক দলের লোকজন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। এরপর ইলেকট্রিক এসোসিয়েশনের র্যালীটি উপজেলা প্রাঙ্গণে এলে পুনরায় উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এঘটনায় শ্রমিক দলের নেতা দুলাল মিয়া দুল্লু গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বর্তমানে সে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার বলেন, আমরা তারাকান্দি এলাকা থেকে মে দিবস উদযাপন উপলক্ষে ৫০-৬০টি মোটরসাইকেলের একটি বহর উপজেলার দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে ২৫-৩০ লোকের একটি র্যালী পড়ে। পরে সাইড চাইলে তারা সাইড না দিয়ে উত্তেজিত হয়। পরে এই নিয়ে উভয়ের মধ্যে সামান্য তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। শুনছি উপজেলা পরিষদে প্রাঙ্গণে গিয়ে আবারো তারা হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। তবে যারা এঘটনা ঘটিয়েছে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত বলে জানান তিনি।
এদিকে ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব বলেন, এটা নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি। এছাড়া অন্য কিছু নয়।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, মে দিবস উদযাপন উপলক্ষে রাস্তায় র্যালী নিয়ে আগেপরে যাওয়া কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৫৩ ৩৯ বার পঠিত