
নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইরে ব্যাবসায়ীর হাতে মা’র’ধ’রের শিকার উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার ।
রবিবার (৪ মে) দুপুরে মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত “প্রতিরোধ স্তম্ভ”-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে এই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা ।
আহত সাংবাদিকরা জানান, ছবি তোলা ও স্থানীয়দের সাথে কথা বলার সময় চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরিচয় দেওয়ার পরেও হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে একটি দোকানে আটকে রাখে। পরবর্তীতে সহকর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সালাউদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিরোধ স্তম্ভটি দখল করে সেখানে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয়রা আরও জানান, প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে এই এলাকাটি দুষ্কৃতকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
ঘটনার পরপরই সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সালাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আটক সালাউদ্দিনের অতীত অপকর্মের খতিয়ান তুলে ধরেছেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানায়, তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বাংলাদেশ সময়: ২০:১০:০৭ ২৪ বার পঠিত