বুধবার, ৭ মে ২০২৫

জামালপুরে পা পচন ধরায় বৃদ্ধ পিতাকে রেলওয়ে প্ল্যাটফর্মে রেখে গেলেন সন্তানেরা, অতঃপর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পা পচন ধরায় বৃদ্ধ পিতাকে রেলওয়ে প্ল্যাটফর্মে রেখে গেলেন সন্তানেরা, অতঃপর
বুধবার, ৭ মে ২০২৫



জামালপুরে পা পচন ধরায় বৃদ্ধ পিতাকে রেলওয়ে প্ল্যাটফর্মে রেখে গেলেন সন্তানেরা, অতঃপর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পা পচন ধরায় মৃত্যুপথযাত্রী পিতাকে রেলওয়ে প্লাটফর্মে ফেলে রেখে যান সন্তানেরা। পরে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করে ওই বৃদ্ধ। তার পা পচনের দুর্গন্ধে কেউ কাছে যেতে না পারলেও অনেকেই ভিডিও করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

পরে এ সংবাদ জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানতে পেয়ে তাকে রেলওয়ে প্লাটফর্ম থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাধ্যমে তুলে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার(৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৫ মে সোমবার সকালে কয়েকজন ব্যক্তি মোঃ হেলাল উদ্দিন(৭০) নামে এক বয়োবৃদ্ধ ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভ্যানগাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। এসময় তার শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল এবং চারদিকে অসংখ্য মাছি ভনভন করছিল।

পরে তার বাম পায়ের বেঁধে রাখা কাপড় সরিয়ে দেখা যায় মাংস পচন ধরেছে এবং হাড় বের হয়ে গেছে। এছাড়াও মাংসের ক্ষতস্থানে অসংখ্য পোকা কিলবিল করছে। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তার পচন ধরা বাম পায়ের পোকাগুলো সরিয়ে ক্ষতস্থানসহ সারা শরীরের পরিস্কার করে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ হেলাল উদ্দিন জানান, সে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের মৃত আঃ জব্বার আলীর ছেলে। তার সন্তানেরা ভরণপোষণের দায়িত্ব না নেওয়া সে দীর্ঘদিন যাবত ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিল। হঠাৎ সে চর্ম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। অর্থের অভাবে চিকিৎসা না করতে পেরে ধীরে ধীরে তার পায়ে পচন ধরে এবং দুর্গন্ধ আসতে থাকে।

এরপর পরিবারের লোকজন তাকে সরিষাবাড়ী রেলওয়ে প্লাটফর্মে রেখে যান। এ অবস্থায় প্লাটফর্মে দুই দিন পড়ে থাকেন তিনি। এরপর কয়েকজন ছেলে তাকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, আমি আগের চেয়ে এখন অনেক ভালো আছি। তবে এখনো আমার পরিবারের কেউ আমাকে দেখতে আসেনি।

এ ব্যাপারে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব রুবেল মিয়া, ছাত্রদল নেতা এবিএস সম্পদসহ এ কাজের সাথে সম্পৃক্ত আরো অনেকেই জানান, গত ৫ মে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে অপরিচিত এক নারী ফোন করে প্ল্যাটফর্মে পড়ে থাকা ওই অসুস্থ ব্যক্তির কথা জানান। পরে তিনি আমাদেরকে নির্দেশ করেন রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং সকল প্রকার ওষুধপথ্যসহ চিকিৎসার ব্যবস্থা করি।

উদ্ধারকারী নেতাকর্মীরা আরো বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ওই ব্যক্তির সকল চিকিৎসা ব্যয়ভার বহন করছেন বলে দায়িত্ব নিয়েছেন তিনি। এছাড়াও আমরাও সকাল বিকাল তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। আশা করছি তিনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, অপরিচিত একজন নারী বিষয়টি আমাকে ফোনে জানালে তাৎক্ষণিক আমি সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাধ্যমে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে বলি এবং তার চিকিৎসার ব্যবস্থা নিতে বলি। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেন।

তিনি আরো বলেন, চিকিৎসার অভাবে সরিষাবাড়ীতে কোন মানুষ মানবেতর জীবনযাপন করবে সেটা কখনোই হতে পারেনা। অসুস্থ ওই বৃদ্ধের চিকিৎসা করাতে যা যা করণীয় তা আমরা করবো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার রনি সাহা বলেন, ওইদিন কয়েকজন নেতাকর্মী অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। ওই ব্যক্তির হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে চর্ম রোগের কারণে পচা দুর্গন্ধযুক্ত ঘ্যাঁ ছিল। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনো চিকিৎসা চলছে। তবে তাকে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২২:৫০:২২   ১৪৮ বার পঠিত