শনিবার, ১৭ মে ২০২৫

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করলেন সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করলেন সচিব
শনিবার, ১৭ মে ২০২৫



ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করলেন সচিব

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) থেকে সভার ইপিজেড (২৪ কি. মি) অংশের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

শনিবার দুপুরে পরিদর্শন শেষে প্রকল্পের আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩ এর সম্মেলনে কক্ষে প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন সেতু বিভাগের সচিব।

সভায় সচিব প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে প্রকল্পের চ্যালেঞ্জগুলো দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রকল্পের কাজ সম্পন্নের উপর তাগিদ প্রদান করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড একপোর্ট করপোরেশন (সিএমসি)’ কে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য নির্দেশনা প্রদান করেন। প্রকল্প বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডর ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশনের ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজের কারণে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচিব গুরুত্ব আরোপ করেন।

প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে তাৎক্ষণিকভাবে আলোচনা ও সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪০   ১০ বার পঠিত