জামালপুরে পাট চাষীদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পাট চাষীদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ
মঙ্গলবার, ২০ মে ২০২৫



জামালপুরে পাট চাষীদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সম্প্রসারণ প্রকল্প’-এর অংশ হিসেবে এই কর্মসূচিতে ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল এবং সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেন।

এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আঃ হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

এছাড়াও উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা, অফিস সহায়ক শাহ-জামাল সহ পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ সহ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল।
* আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষ পদ্ধতি।
* উন্নত বীজ নির্বাচন ও উৎপাদন কৌশল।
* পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো পদ্ধতি।
* পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ।
* পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
* রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা।
* পাট পচানোর উন্নত কৌশল (যেমন রিবন রেটিং)।
* সরকারি প্রণোদনা ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি নিয়ে আলোচনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লিজা রিছিল তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা পাট উৎপাদনকারী চাষীদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত মানের পাট উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে। সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে এবং পাট চাষীদের বিভিন্ন সহায়তা প্রদানের জন্য বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১০   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে শিক্ষককে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয় -তথ্য ও সম্প্রচার সচিব
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অ‌ভিযান, ২ দালালকে জরিমানা
রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না, সাংবাদিকদের প্রেস কাউন্সিল চেয়ারম্যান
জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১
জামালপুরে পাট চাষীদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ