রবিবার, ২৫ মে ২০২৫

জামালপুরে ভূমি মেলায় জনবান্ধব ভূমি সেবার অঙ্গীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভূমি মেলায় জনবান্ধব ভূমি সেবার অঙ্গীকার
রবিবার, ২৫ মে ২০২৫



জামালপুরে ভূমি মেলায় জনবান্ধব ভূমি সেবার অঙ্গীকার

জামালপুর প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে জনগণের কাছে সহজলভ্য করতে বদ্ধপরিকর। জামালপুরে সরিষাবাড়ীতে ভূমি মেলা উদ্বোধনকালে একথা বলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

রোববার(২৫ মে) সকালে তিনব্যাপী আয়োজিত এ মেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এক ছাদের নিচে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। এছাড়াও তিনি ভূমি মেলার গুরুত্ব এবং সরকারের ভূমি সেবা বিষয়ক নানান পদক্ষেপের কথা তুলে ধরেন।

উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আ ন ম ফরিদ উদ্দিন রিয়াজী এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান,পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী শাখার সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি মেলায় বক্তারা বলেন, ভূমি মেলা জনগণের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং সরকার ভূমি সেবা আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৮   ৮৮ বার পঠিত