শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী : আলোচনা ও দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী : আলোচনা ও দোয়া
শুক্রবার, ৩০ মে ২০২৫



শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী : আলোচনা ও দোয়া

জামালপুর প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩০ মে) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা শাখার আয়োজনে বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এসময় বক্তব্য রাখেন,জামালপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রাব্বানী লেকু , লাভিম উদ্দিন তালুকদার লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির,
আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ্জামান,
সাতপোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম খুসূ,পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম নাজূ,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,জামালপুর জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশপ্রেমের প্রতীক, যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই করেছেন।

আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:০৪   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ