গ্রীষ্মেই জলাবদ্ধতার কবলে রাজধানীবাসী, বর্ষায় কী হবে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রীষ্মেই জলাবদ্ধতার কবলে রাজধানীবাসী, বর্ষায় কী হবে?
শনিবার, ৩১ মে ২০২৫



গ্রীষ্মেই জলাবদ্ধতার কবলে রাজধানীবাসী, বর্ষায় কী হবে?

রাজধানীতে যে কয়টি এলাকার মানুষকে জলজটে নাকাল হতে হয় তারমধ্যে অন্যতম মিরপুর। এই এলাকার বেহাল ড্রেনেজ ব্যবস্থা বলে দিচ্ছে, আসন্ন বর্ষা মৌসুমেও ভোগান্তি থেকে নিস্তার নেই।

শুধু মিরপুর নয়, প্রতিবছর সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে রাজধানীর অর্ধশত এলাকা। ধানমন্ডি-২৭ এও দেখা যায়, সড়কের পানি নিষ্কাশন পাইপের মুখেই জমে রয়েছে ময়লা। ম্যানহোলে ময়লা জমে ড্রেনের পানি উপচে সড়কে আসার উপক্রম।

ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, বর্ষা মৌসুম শুরু হতে এখনও বাকি অন্তত দুই সপ্তাহ। সাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলজট দেখা দিয়েছে। মূল সড়ক থেকে পানি সরলেও এখনও বিভিন্ন অলিগলিতে ময়লা পানি দেখা গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, গ্রীষ্মের বৃষ্টিতেই যদি জলজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে তাহলে আসন্ন বর্ষা মৌসুমে আসলে কী হবে?

জব্বার নামে এক যুবক বলেন, ‘পানি জমলে সিটি করপোরেশনের লোকদের ফোন দিতে দিতে এক পর্যায়ে দু-তিনজন আসেন। কিন্তু তাদের যে দায়িত্ব, সে অনুযায়ী কাজ করেন না।’

লিটু নামে এক ব্যক্তি বলেন, ‘হাঁটু সমান পানি মাড়িয়ে বাসায় যখন যাই, আমার স্ত্রী ঢুকতে দিচ্ছিল না। কারণ জানতে চাইলে বলে পানির দুর্গন্ধ আসছে।’

জলাবদ্ধতা নিরসনে গত এক যুগে ঢাকার দুই সিটি করপোরেশন তিন হাজার কোটি টাকা ব্যয় করে। এরপরও সুফল মেলেনি। জলাবদ্ধতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ঢাকার খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন।

এবার ভোগান্তি কম হওয়ার আশা প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের ড্রেনগুলো এবার বেশ আগে থেকে পরিষ্কারের কাজ শুরু করেছে। আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত গভীর করার পাশাপাশি ড্রেনগুলো পরিষ্কার করলে, জলাবদ্ধতা আশা করি এবার অন্য বছরের তুলনায় কম হবে।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘পরিকল্পিত নগরায়নের পাশাপাশি খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা গেলে জলাবদ্ধতা নিরসন সম্ভব।’

বাংলাদেশ সময়: ১১:৩৭:৩৫   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : আসাদ আলম
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ