কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে হাজারো জনতার রাতভর পাহারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে হাজারো জনতার রাতভর পাহারা
শনিবার, ৩১ মে ২০২৫



কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে হাজারো জনতার রাতভর পাহারা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুশইন ঠেকাতে প্রায় এক কিলোমিটারজুড়ে মানব দেয়াল সৃষ্টি করে পাহারা দেন হাজারো স্থানীয় জনতা।

শুক্রবার (৩০) রাতভর কচাকাটা ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের এ তৎপরতার প্রতিবাদে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও আনসার ভিডিপির সদস্যরাও কঠোর অবস্থান নেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে করে ৫০-৬০ জন নাগরিককে ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। পরে তারা আশপাশের এলাকা অন্ধকার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ খবর ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা সীমান্তে জড়ো হয়ে পাহারা বসান। একই সময়ে কচাকাটা ও কেদার ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং আনসার ভিডিপির কয়েকটি দল সীমান্তে অবস্থান নেন।

রাত ২টার দিকে শূন্যরেখায় অবস্থান নেয় বিএসএফ। তারা কয়েকবার বিজিবির সঙ্গে কথা বলতে চাইলেও বিজিবি তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে রাত ৩টার দিকে বিএসএফ পিছু হটে।

সীমান্ত এলাকার বাসিন্দা জয়নাল বলেন, ‘বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে আমরাও রাতভর সীমান্তে পাহারা দিয়েছি।’

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, ‘সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে কাউকে পুশইন করতে না পারে, সে জন্য বিজিবি, আনসার এবং স্থানীয়রা একসঙ্গে পাহারা দিয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৫   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ