বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

প্রথম পাতা » খুলনা » বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় সচেতনতামূলক মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী তরুণদের সংগঠন ‘রংমহল ফর ইয়ুথ’।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্র খালপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন বয়সী পরিবেশপ্রেমী তরুণ-তরুণীরা প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন মানববন্ধনে।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যত প্রজন্মকে মারাত্মক দুর্যোগের মুখে পড়তে হবে। তারা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এগুলোর ব্যবহার দ্রুত কমিয়ে আনার আহ্বান জানান।

রংমহল ফর ইয়ুথ-এর সম্পাদক মৌসুমী রায় বলেন, ‘প্রতিদিন আমাদের ব্যবহৃত পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সমুদ্র ও নদীতে গিয়ে বিপুল পরিবেশ দূষণের কারণ হচ্ছে। আমরা চাই তরুণ সমাজ এগিয়ে এসে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিক।’

মানববন্ধন শেষে ক্ষেত্র খালপাড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মুকুল হোসেন। তিনি বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক শুধু মাটি ও পানি নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিই পারে টেকসই পরিবেশ নিশ্চিত করতে।’

উল্লেখ্য, ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনায় রংমহল ফর ইয়ুথ-এর এ আয়োজন পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০০   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
খুলনায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক
খুলনায় বিভাগজুড়ে ভোক্তার অভিযানে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ