বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

প্রথম পাতা » খুলনা » বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় সচেতনতামূলক মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী তরুণদের সংগঠন ‘রংমহল ফর ইয়ুথ’।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্র খালপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন বয়সী পরিবেশপ্রেমী তরুণ-তরুণীরা প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন মানববন্ধনে।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যত প্রজন্মকে মারাত্মক দুর্যোগের মুখে পড়তে হবে। তারা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এগুলোর ব্যবহার দ্রুত কমিয়ে আনার আহ্বান জানান।

রংমহল ফর ইয়ুথ-এর সম্পাদক মৌসুমী রায় বলেন, ‘প্রতিদিন আমাদের ব্যবহৃত পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সমুদ্র ও নদীতে গিয়ে বিপুল পরিবেশ দূষণের কারণ হচ্ছে। আমরা চাই তরুণ সমাজ এগিয়ে এসে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিক।’

মানববন্ধন শেষে ক্ষেত্র খালপাড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মুকুল হোসেন। তিনি বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক শুধু মাটি ও পানি নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিই পারে টেকসই পরিবেশ নিশ্চিত করতে।’

উল্লেখ্য, ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনায় রংমহল ফর ইয়ুথ-এর এ আয়োজন পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০০   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
এএসসি ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যে বার্তা দিলেন সেনাপ্রধান
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান
সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ