বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

প্রথম পাতা » খুলনা » বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় মানববন্ধন-বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় সচেতনতামূলক মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী তরুণদের সংগঠন ‘রংমহল ফর ইয়ুথ’।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্র খালপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন বয়সী পরিবেশপ্রেমী তরুণ-তরুণীরা প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন মানববন্ধনে।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যত প্রজন্মকে মারাত্মক দুর্যোগের মুখে পড়তে হবে। তারা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এগুলোর ব্যবহার দ্রুত কমিয়ে আনার আহ্বান জানান।

রংমহল ফর ইয়ুথ-এর সম্পাদক মৌসুমী রায় বলেন, ‘প্রতিদিন আমাদের ব্যবহৃত পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সমুদ্র ও নদীতে গিয়ে বিপুল পরিবেশ দূষণের কারণ হচ্ছে। আমরা চাই তরুণ সমাজ এগিয়ে এসে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিক।’

মানববন্ধন শেষে ক্ষেত্র খালপাড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মুকুল হোসেন। তিনি বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক শুধু মাটি ও পানি নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিই পারে টেকসই পরিবেশ নিশ্চিত করতে।’

উল্লেখ্য, ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনায় রংমহল ফর ইয়ুথ-এর এ আয়োজন পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০০   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব
সুন্দরবনে অবৈধভাবে শিকার করা ৪৯০ কাঁকড়াসহ আটক ৫
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ‘শ্যুটার’ আটক
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
ঝিনাইদহে ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ