জামালপুর প্রতিনিধি : জাটকা নিধন প্রতিরোধে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যমুনা ও শাখা নদীগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে ষাটটি চায়না জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক এবং সরিষাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।
বেলা ১২টায় সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া ব্রিজ থেকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ পর্যন্ত যমুনা নদীর বিস্তীর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জাটকা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:২৩ ১৮৪ বার পঠিত