রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ডে জড়িত ৫ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ডে জড়িত ৫ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ডে জড়িত ৫ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।

২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খল ব্যক্তিরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “তদন্তে অগ্নিকাণ্ডে গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭৪ জন নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২০   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক ছাত্র নিয়ে বাংলাদেশ গঠিত হয়নি: মঈন খান
সরকার টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করছে : পরিবেশ উপদেষ্টা
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা
যে দল জনআকাঙ্ক্ষা বুঝবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই: আমির খসরু
তিনদিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০
রংপুরে তৈরি হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল : স্বাস্থ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ