মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু

বাংলাদেশ যখনই সংকটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পথ দেখায়—বলে মন্তব্য করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, পথহারা হয়েছে—তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা পথ দেখিয়েছে, বুক চিতিয়ে লড়াই করেছে। পথহারা দেশের পথ দেখানো এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলাম।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। এই বিশ্ববিদ্যালয়ে সব ধর্ম, বর্ণ, শ্রেণির মানুষ যুক্ত ছিল এবং আছে। আমি মনে করি, এর সঙ্গে যারা যুক্ত, তারা সবাই গৌরবের ইতিহাসে জড়িত। আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব মহলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

ডুয়া আহ্বায়ক বলেন, আজকের এই দিনে যারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন—তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আহতদের সুচিকিৎসা যেন নিশ্চিত হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৪   ১৩ বার পঠিত