বুধবার, ২ জুলাই ২০২৫

জামালপুরে নদী ভাঙন তিন গ্রাম ঝুঁকিতে, সহযোগিতায় পিংনা ইউনিয়ন বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নদী ভাঙন তিন গ্রাম ঝুঁকিতে, সহযোগিতায় পিংনা ইউনিয়ন বিএনপি
বুধবার, ২ জুলাই ২০২৫



জামালপুরে নদী ভাঙন তিন গ্রাম ঝুঁকিতে, সহযোগিতায় পিংনা ইউনিয়ন বিএনপি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চল যমুনার তীরে অবস্থিত নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামের মানুষ গত তিন দিন ধরে নদী ভাঙনের তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ইতোমধ্যে ছয়টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও তারা মানবেতর জীবনযাপন করছেন। আরও অনেক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছেন।
এমন সংকটময় মুহূর্তে তিন গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পিংনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পিংনা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এক সমাবেশে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মজনু মিয়া সমাবেশটি পরিচালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ তালুকদার, বাউল বদিউজ্জামান বদি, যুবদল নেতা মন্ডল মিয়া, রবিন তালুকদার, মকবুল হোসেন, রাজু আহম্মেদ, মোহাম্মদ আলী প্রমুখ। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।” এছাড়াও তারা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৫১   ১৪১ বার পঠিত