বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে বিদায় সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে বিদায় সংবর্ধনা

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা হোসনে আরা বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৩জুলাই ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।
জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অতিথি হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন,সার্ভেয়ার সোহেল, হিসাব রক্ষক গোপাল বোস প্রমূখ  জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বক্তব্যে বলেন,বিদায়ী অতিথি দীর্ঘ চৌদ্দ মাস জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি আজ বদলীজনিত কারণে বিদায় নিচ্ছেন। তার কর্মকালীন সময়ে জেলা পরিষদের সকল কর্মকান্ড ছিলো যথেষ্ঠ গতিশীল। আমরা একজন নিবেদিতপ্রাণ, সৎ ও মেধাবী কর্মকর্তাকে বিদায় জানাচ্ছি। একজন দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তিনি তার নতুন কর্মস্থল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েও দক্ষতার সাক্ষর রাখবেন।
বক্তাগণ বলেন, যদিও তিনি মাঠ প্রশাসন থেকে চলে যাচ্ছেন কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বদলী হওয়ার কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে আমাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন, নারায়ণগঞ্জ ওনাকে আপন করে নিয়েছে। আমরাও আশা করবো তিনি যেন আমাদের মনে রাখেন।
পরে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় প্রধান নির্বাহীকে বিদায় জানান।

বাংলাদেশ সময়: ২১:২০:৪৯   ৩৯ বার পঠিত