বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

অবশেষে বাগদান সেরেছেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। ভালোবাসায় মাখামাখি এই অনাড়ম্বর বাগদানের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনশুলা।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটু গেড়ে অনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। এরপর থেকেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের বাগদানের ছবি। ইনস্টাগ্রামে অনশুলা জানান, রোহনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে।

তিন বছর আগে এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে তাদের প্রথম কথা শুরু হয়, যা চলেছিল ভোর ৬টা পর্যন্ত। অনশুলা তখনই বুঝেছিলেন, এই সম্পর্কটা বিশেষ কিছু। সেই ঘটনার ঠিক তিন বছর পর একই সময়ে, অর্থাৎ রাত ১টা ১৫ মিনিটেই রোহন তাকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিয়ের প্রস্তাব দেন।

অনশুলা তার পোস্টে লিখেছেন, ‘সেই মুহূর্তে মনে হয়েছিল যেন পৃথিবী থেমে গেছে। এটি ছিল এমন এক ধরনের ভালোবাসা, যা নিজের বাড়িতে থাকার মতো স্বস্তি দেয়। আমি কখনো রূপকথায় বিশ্বাস করতাম না, কিন্তু রোহন আমাকে যা দিয়েছে, এটা তার চেয়েও ভালো কিছু।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রোহন ও অনশুলাকে বহুবার একসঙ্গে দেখা গেছে। তবে ২০২৩ সালে অনশুলা রোহনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনেন। এবার তারা সরাসরি বিয়ের সিদ্ধান্তই নিয়ে ফেললেন।

জানা গেছে, রোহন ঠক্কর একজন চিত্রনাট্যকার এবং বর্তমানে করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্টে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তিনি ইউসিএলএ থেকে পড়াশোনা করেছেন এবং নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অনশুলা ও রোহনের এই বাগদানের খবর এবং ছবি দেখে তাদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৩   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি
এমন কাউকে নির্বাচিত করবেন না যে মেয়াদ শেষে পালিয়ে যায় : জ্বালানি উপদেষ্টা
বাংলাদেশের জালে ১১ গোল দিলো জাপান
বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান
পিআর পদ্ধতিতে ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব: মাসুদ সাঈদী
বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে
গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ বোমা ফেলেছে ইসরাইল
সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭
মুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে ‘দুই ভাইয়ের বিরোধ’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ