শুক্রবার, ৪ জুলাই ২০২৫

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রঞ্জিত কুমার (৫৬) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা থেকে তাকে আটক করা হয়।

আটক রঞ্জিত কুমার ভারতের উত্তর প্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে।

সীমান্ত এলাকা থেকে ভারতীয় যুবক আটকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ৫৮ বিজবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
তিনি বলেন, ‘বাঘাডঙ্গা এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রঞ্জিত কুমারকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:১২:১০   ১৬ বার পঠিত