রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’
রবিবার, ৬ জুলাই ২০২৫



রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’

“তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হয়েছে, সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চটা করবে”—জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে গিয়ে তার মাকে সান্ত্বনা দেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, “আমরা পুরো জুলাই মাসটিকে ডেডিকেট করেছি এই আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে। যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে গিয়ে বলছি—আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না।”

শারমীন মুরশিদ বলেন, “ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম হয়েছে। সেখানে যখন বাচ্চারা খেলবে, যুগের পর যুগ রিয়ার নামটা থাকবে। তারা যখনই নামটি দেখবে, তখন জিজ্ঞেস করবে—এই নাম কেন দেওয়া হলো? তখনই তারা রিয়ার গল্প জানবে।”

তিনি জানান, স্টেডিয়ামে একটি কর্নার স্থাপন করা হবে যেখানে শহীদ শিশুদের নাম ও স্মরণে তথ্য থাকবে। “এই এগারোটি মেয়ে—যারা শহীদ হয়েছে—এটাই প্রথম, এগারো জন কিশোরী এবং ১৩৫টি শিশু শহীদ হয়েছে। আমরা চাই তাদের পরিবারের চোখের জল মুছে দিতে,” বলেন উপদেষ্টা।

রিয়া গোপের মা বিউটি গোপ-কে আশ্বস্ত করে তিনি বলেন, “রিয়ার হত্যার বিচার করা হবে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে আরেক শহীদ সুমাইয়া আক্তার সিমুর পরিবারের সাথে সাক্ষাত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৮   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ-নিরাপদ: সাখাওয়াত
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জামালপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে অভিযান, জরিমানা ৪০ হাজার
যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ
সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ডিসির অনুদান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসুদুজ্জামানের বর্ণাঢ্য র‍্যালি
বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
কোনো দলের পক্ষে নয়, সুষ্ঠু নির্বচান চায় যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ