এনসিপি নেত্রী, শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনসিপি নেত্রী, শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন
সোমবার, ৭ জুলাই ২০২৫



এনসিপি নেত্রী, শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

রোববার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন লিখেছেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথী-সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস।

কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও লিখেছেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আল্লাহ তাঁদের ওপর রহমত বর্ষণ করুন)—তাঁদের মতো কারবালার নারীদের ত্যাগ দুনিয়ার প্রকৃত মুক্তিকামী, আত্মমর্যাদাশীল নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত। স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাত তাঁদের হৃদয়ে ভীতির সঞ্চার করতে পারেনি, জালিমের কাছে তাঁরা নতি স্বীকার করেননি—বরং তাঁরা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।

এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিখেছেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’

তিনি লিখেছেন, বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।

সবশেষে সামান্তা লিখেছেন, দুনিয়ার প্রতিটি জনপদে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বৈধব্যের নিদারুণ বিরহ থেকে মুক্তির জন্য নারী-অধিকার প্রশ্নে আমাদের চিন্তা-ভাবনাগুলো পুনর্মূল্যায়ন করা আজ জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৮   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন
নারীদের জন্য অভিযোজন কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা নাসিকের
বিএনপি করতে হলে সুনাগরিক হতে হবে: সাখাওয়াত
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে আওতাভুক্ত করা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ