বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫



প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন

১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশ চালিয়েছে। রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে নিজের স্বার্থে লুণ্ঠন করেছে, সম্পদ পাচার করেছে, আর দেশে তৈরি করেছে সন্ত্রাস-গডফাদারদের সাম্রাজ্য” — বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আপনারা জানেন, শেখ হাসিনার শাসনামলে অনেক গডফাদার তৈরি হয়েছে। নারায়ণগঞ্জেও তৈরি হয়েছিল এমনই এক গডফাদার, যিনি সন্ত্রাসীদের জন্য স্বর্গরাজ্য বানিয়েছিলেন। শিমরাইল এলাকায় ছিল তার অন্যতম সন্ত্রাসী (নুর হোসেন), যে সাতটি খুন করেছে। সেই খুনে নারায়ণগঞ্জকে চিনেছে সারা বাংলাদেশ। এই সন্ত্রাসী জুয়া, মদসহ নানা নেশাদ্রব্য বিক্রি করে উঠতি ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছিল।”

তিনি অভিযোগ করে বলেন, “এই সন্ত্রাসী এক গরিব ঘরের সন্তান হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানুষের ওপরে অন্যায়-অত্যাচার চালিয়েছে। কেউ প্রতিবাদ করতে পারেনি। কিন্তু আজ তার পরিণতি—জেলখানার খাঁচায় বন্দি। এখান থেকেও তারা অপকর্ম চালায়, তাদের সহযোগীরা লুণ্ঠিত সম্পদ পৌঁছে দেয় তাদের হাতে।”

তিনি আরও বলেন, “এখনো তাদের ভাই, ভাতিজারা এলাকায় লুটতরাজ করছে, চাঁদাবাজি করছে। মিল-ফ্যাক্টরি থেকে টাকা তুলে নিচ্ছে। তারা ষড়যন্ত্র করছে কিভাবে আবার সন্ত্রাস কায়েম করা যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এখনো বহু অস্ত্র উদ্ধার হয়নি।”

গিয়াসউদ্দিন বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতি করি না। কিন্তু জনগণ প্রত্যাশা করে—যারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, তাদের আইনের আওতায় আনা হোক। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত এসব অপরাধীদের বিচারের আওতায় আনা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি সেলিম মাহমুদ, মোস্তফা কামাল, এস এম আসলাম, ডি এইচ বাবুল, জি এম সাদরিল, এ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা তরুণদলের সভাপতি টি এইচ তোফা, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড সভাপতি আনিস সিকদার, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ হোসেন, যুবদল নেতা মাহবুব, ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৭   ১৬ বার পঠিত