পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের

প্রথম পাতা » চট্টগ্রাম » পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের

পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, পরিবেশ অধিকার এখন কেবল পরিবেশের বিষয় নয়, এটা মানুষের জীবনের অধিকারের সঙ্গে একাকার হয়ে গেছে। তাই সংবিধানে একে ‘মৌলিক’ অধিকার হিসেবে যুক্ত করার সময় এসেছে।

আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে চবি আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’ প্রতিপাদ্যে দেশের অন্যতম বৃহৎ আইনভিত্তিক প্রতিযোগিতা ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫’ আয়োজন করে।

আইন বিভাগের সভাপতি রকিবা নবীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, চবি আইন অনুষদের ডিন ড. জাফর উল্লাহ তালুকদার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম।

আটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নদীর দুই পাড় দখল, প্লাস্টিক ফেললে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়। একসময় স্রোতস্বিনী নদী রূপ নেয় মৃত জলাশয়ে। এমন বাস্তবতা থেকেই পরিবেশ নিয়ে আন্দোলন এখন সময়ের দাবি। আমি চাই না বাংলাদেশের মেধাবীরা বিদেশে পাড়ি দিক। তারা যেন এখানেই স্বপ্ন বুনতে পারে, এমন বাংলাদেশ গড়তেই পরিবেশ বাঁচাতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, জেলায় জেলায় পরিবেশ উন্নয়নের জন্য তহবিল থাকলেও তা ব্যয় হয় না। একটি জেলায় গিয়েছিলাম, যেখানে জেলা প্রশাসক জানালেন ৪০ লাখ টাকার তহবিল পড়ে আছে, যা খরচই হয় না। তিনি উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার। এ ধরনের উদ্ভাবনী চিন্তা সব জেলায় ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, পরিবেশ আদালতে মামলার প্রক্রিয়া সীমিত। ফলে সাধারণ মানুষের পক্ষে পরিবেশ বিষয়ক ন্যায্যতা প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। কেবল পরিবেশ অধিদপ্তর মামলা করতে পারে। কিন্তু এ প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে আছে।

প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ৪০টি দল অংশ নিয়েছে, যাদের নির্বাচন করা হয়েছে ৭০টিরও বেশি নিবন্ধিত দলের মধ্য থেকে। অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হচ্ছে, পাঁচটি ধাপে- ‘পিক্টোরিয়াল প্লী’, ‘রেবেলিয়াস স্পিরিট’, ‘ক্রিটিক্যাল আই’, ‘রিফর্ম অ্যাসেম্বলি’ ও ‘সিম্পোজিয়াম রাউন্ড’। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা আটটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্ক ভিত্তিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবারও এই অনুষ্ঠান চলবে।

অলিম্পিয়াড অনুষ্ঠান শেষে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘দুর্নীতির সংজ্ঞায় আমরা নতুন সংযোজন এনেছি। আমরা বলছি অর্থনৈতিক দুর্নীতি হলো ডায়াবেটিস কিংবা ক্যানসারের মতো। এটি ধুঁকে ধুঁকে রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে। আর বুদ্ধিবৃত্তিক দুর্নীতি হলো অ্যাটম বোমার মতো।’

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৫   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের
১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস’: আসিফ মাহমুদ
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
পুশইন বন্ধ হয়নি, মাঝে মধ্যে ভারতীয় ও রোহিঙ্গাদেরও পাঠাচ্ছে বিএসএফ
নোয়াখালী বৃষ্টির পানি বাড়ায় চার উপজেলার স্কুল-কলেজ বন্ধ
কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
উজানের ঢলে ফেনীতে ৩ নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত
রেকর্ড ৩৪৭ মিলিমিটার বৃষ্টিতে ‘ডুবতে’ বসেছে ফেনী শহর
কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ