কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বেলা ৩টায় শেষ করে।
এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তারা তেলের টাকা আত্মসাত করেন।
নীল কমল পাল বলেন, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৬ ১৩ বার পঠিত