‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ফারুকী বলেন, গণভবন একটা ক্রাইম জোন। এখান থেকেই হত্যা গুম-খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে, যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তবচিত্র ফুটে ওঠে।
তিনি বলেন, ‘কেন জুলাই হলো, তার দালিলিক প্রমাণ স্থান পাবে জাদুঘরে। গণভবনে জুলাই জাদুঘর তৈরি করলেও গণহত্যার প্রমাণ মুছবে না। তদন্ত সংস্থাকে মূল উপাদানগুলো জমা দেয়া হয়েছে।’
উপদেষ্টা জানান, জাদুঘরে জনগণ শেখ হাসিনার শাসনামলের অপরাধ ও নির্যাতনের ‘আজীবনের বিচার’ করবে।
সরেজমিন গণভবন ঘুরে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার রোষানলে ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এখন চলছে মেরামতের কাজ। প্রতিটি স্তরে সাজানো হবে আওয়ামী লীগের ১৬ বছরের ভয়াবহ ফ্যাসিবাদের বাস্তবচিত্র।
তারা জানান, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর।
বাংলাদেশ সময়: ১৬:৫২:৩১ ১২ বার পঠিত