বুধবার, ১৬ জুলাই ২০২৫

সিরিয়ার সামরিক সদর দফতরে ইসরাইলের হামলা!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ার সামরিক সদর দফতরে ইসরাইলের হামলা!
বুধবার, ১৬ জুলাই ২০২৫



সিরিয়ার সামরিক সদর দফতরে ইসরাইলের হামলা!

রাজধানী দামেস্কে সিরিয়ার সামরিক সদর দফতরের প্রবেশপথে বুধবার (১৬ জুলাই) হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশটির রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও ইসরাইলি হামলা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসে।

ইসরাইলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুইদায় আক্রমণ করছে এবং তারা ‘বিভিন্ন পরিস্থিতির জন্য’ প্রস্তুত।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শহরটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে।

মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বুধবার সুইদায় সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৩   ১১ বার পঠিত