সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। এতে দুই থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

পথসভায় বিএনপি নেতারা বলেন— “যারা বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের জনপ্রিয়তা এখন এমন অবস্থায় যে, সুষ্ঠু নির্বাচন হলে দুটি আসনও পাবে না। সেই ব্যর্থ দলের নেতারাই আজ তারেক রহমানকে নিয়ে কথা বলে। তারা নির্বাচনে লড়াই করার সাহস না পেয়েই বিদেশে বসে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের চিনে ফেলেছে।”

বক্তারা আরও বলেন— “তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। জনগণের অধিকার রক্ষায় তাঁর নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।”

সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।

উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, রওশন আলী, এড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন, কৃষকদল নেতা নাছির প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৭:২২   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে
বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন
তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা
শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি
১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থান
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ