উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল
বুধবার, ২৩ জুলাই ২০২৫



উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল

চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন আমরা আলোচনা করেছি। আমরা পূর্বের যে কমিটমেন্ট টু কপারোট উইথ দ্যা ইন্টেরিয়াম গভর্মেন্ট তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলে এসেছি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, তরান্বিত করা এবং উনার (প্রধান উপদেষ্টা) যে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে আমরা মনে করি অতিদ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেয়া উচিত দলের তরফ থেকে আমরা সেটা উনাকে বলে এসেছি। এটুকু বলেছেন যে, তিনি (প্রধান উপদেষ্টা) সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় যেটা চাইব, অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেজন্য আমরা সেটাই (প্রধান উপদেষ্টাকে) বলেছি।

ফেব্রয়ারির টার্গেটে সরকার এগুচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, আমি তো দেখছি, এগুচ্ছে।

‘ঘন ঘন মতবিনিময় হওয়া উচিত’

মির্জা ফখরুল বলেন, ক্রাসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন আমি যাই। তবে আমি মনে করি, এই অ্যানজেইমেন্টটা ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে হয়ত সমস্যাগুলো তৈরি হতো না।

কালকে যেটা হয়েছে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে, আমি নিজেও পরশুদিন দেখতে গিয়েছিলাম এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন, সবাই সমবেদনা জ্ঞাপন করেছে। তার ফলে গতকাল উদ্ভুদ যেটা সমস্যা হয়েছে মূলত মাইলস্টোন স্কুলে দুইজন উপদেষ্টা এবং প্রেস সচিবকে তারা (শিক্ষার্থীরা) অবরুদ্ধ করে রেখেছিলো এবং সেকেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। যেটা আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যে, এটা একটা প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচ্যুয়েশন তৈরি হয়েছিল আপনারা দেখেছে সবাই।

তিনি বলেন, তার কিছুদিন আগে আপনারা দেখেছেন যে, গোপালগঞ্জে আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তিরা যেভাবে একটা ‘রেইন অব ট্রেরর’ সৃষ্টি করেছিল আমরা মনে করি যে, গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, জুলাই-আগস্টে কর্মসূচি চালানোর মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে।

এটার জন্যই প্রধান উপদেষ্টা সম্ভবত আমাদেরকে যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই কনেছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে এই সভা ডেকেছিলেন। আমরা আমাদের পূর্বের যে কমিটমেন্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা সেটা বলেছি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতৃবৃন্দের সাথে বিএনপি মহাসচিবের এই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ উপলক্ষ্যে এই বৈঠক হয়।

বৈঠকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলটি ২০০৭ সালে ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে।

বৈঠকের পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সাথে কথা বলেন।

‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে’

মির্জা ফখরুল বলেন, ঐক্য অবশ্যই অটুট আছে। আপনারা মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি এদিকে কখনো পক্ষে কথা, কখনো কখনো বিপক্ষে কথা, বকাবকি এগুলো রাজনীতিতে থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা, নিজেরাটাকে স্টাবলিস করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই। সুতরাং এই ধারা থাকবে, সেটা থেকেই রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়ে।

গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে, গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে, গণতন্ত্র মানেই হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটা হলেই শত ফুল ফুটবে, ভালো সৌরভের সুবাতাস বয়ে আসবে।

‘দলীয় প্রধান কী সরকার প্রধান হতে পারবে?’

জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের মহাসচিব বলেন, এটা একটা প্রস্তাব তাদের (জাতীয় ঐক্যমত্য কমিশনের)। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে।

আমরা আমাদের মতামত দিয়েছি, অন্যান্যদলগুলো দিয়েছে। এখন দেখা যাক আলোচনা মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়।

‘উত্তরায় প্রশিক্ষক বিমান দুর্ঘটনা প্রসঙ্গে’

মির্জা ফখরুল বলেন, আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও (সরকার) দুর্ঘটনা হিসেবে দেখছে। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না।

কারণ আমি যদ্দুর শুনেছি, আমি বিশারদ নই, বিশেষজ্ঞ নই্, আমি শুনেছি যে, এই এয়ারক্রাফটটা ওদের টেনিংয়ের জন্য এয়ারক্রাফট। অনেকে বলেছে, আগেও নাকি দুর্ঘটনা ঘটেছে আমি জানি না হতে পারে। কিন্তু এটা পাইলটের ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং হতেই পারে। কিন্তু এয়ারক্রাফটটাকে সেইফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যাকে স্কুলের উপরে না পড়ে। কিন্তু সে সেটা পারেনি।

এই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপগুলো কি সঠিক ছিলো বলে আপনি মনে করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না কিছু কিছু জায়গায় হয়ত তাদের অভিজ্ঞতার কারণে কিছু ল্যাপসেস ছিলো.. এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার।

এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছেন, তাদের অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারে ছিলো যেমন আমরা আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেয়া, মাঝে মধ্যে কথা বলা এই বিষয়গুলোতে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) একটু পিছিয়ে। আমি মনে করি এটা তাদের অভিজ্ঞতার অভাবের কারণে।

‘বিশৃঙ্খলা সৃষ্টিকে কিভাবে দেখছেন?’

মির্জা ফখরুল বলেন, কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে। এটাও হতে পারে যে, ডেফিনেটলি সেই ঘটনা গোপালগঞ্জের ঘটনা এটা রাজনীতি জড়িত নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্ত অবশ্যই আছে। আর সচিবালয়ে ঢুকে পড়া সেখানেও কয়েকজন ফ্যাসিস্টদের লোকজনকে আটক করা এবং তাদেরকে সেখানে দেখা বুঝা যাচ্ছে যে, তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা সেখানে আছে।

এটা কখনই সফল হবে না। এই ব্যাপারে বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ ও সচেতন আছে, তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে জনগণ নস্যাৎ করে দেবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৪   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাণিজ্য উপদেষ্টার সাথে এফএও’র সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের সাক্ষাৎ
দলে অনুপ্রবেশকারী ‘চাঁদাবাজ-টেন্ডারবাজদের’ সতর্ক করলেন সাখাওয়াত
বিলিয়ন ডলারের বিনিয়োগের লক্ষ্য নিয়ে সিরিয়ায় সৌদি প্রতিনিধি দল : রাষ্ট্রীয় গণমাধ্যম
শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির
অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু
অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না : জামায়াত আমির
শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ