হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ জনকে সহায়তার দিলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ জনকে সহায়তার দিলেন ডিসি
বুধবার, ২৩ জুলাই ২০২৫



হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ জনকে সহায়তার দিলেন ডিসি

সিটি হকার্স মার্কেটের ১৮ জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে জেলা পরিষদের তহবিল থেকে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হয়, যা তাদের ঘুরে দাঁড়ানোর নতুন আশার আলো দেখাচ্ছে।

অনুষ্ঠানে মহানগর জেলা বিএনপির আহ্বায়ক এড. মো: সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. মাইনুদ্দিন আহমদসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দু’জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের বক্তব্যে অগ্নিকাণ্ডে তাদের অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরেন। একদিকে যেমন তারা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, তেমনই দোকানের মালিকপক্ষের কাছ থেকে আশানুরূপ ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপও ব্যক্ত করেন। তাদের কথায় উঠে আসে এক মর্মান্তিক সত্য – জীবনের সঞ্চয় আর স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে এক নিমেষে।

উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। একই সাথে তারা হকার্স মার্কেটে ভবিষ্যতে যেন উপযুক্ত ব্যবসায়ীরাই দোকানের মালিক হন, সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের কথায় ফুটে ওঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুসংগঠিত বাণিজ্যিক পরিবেশের আকাঙ্ক্ষা।

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত নিস্পাপ শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি ব্যক্তিগত পর্যায়ে সৎ, মানবিক ও সচেতন থাকার জোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “কারো অসাবধানতার কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।” ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনা, নকল ও ভেজাল পণ্য বর্জন, এবং মানবিক হওয়ার জন্য তিনি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা প্রশাসনের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। ভবিষ্যতে অন্য কোনো সংস্থা থেকে তাদের সাহায্য প্রদানের সুযোগ থাকলে এবং স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা সম্ভব হলে, সে বিষয়ে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

একই দিনে জেলা প্রশাসক মহোদয় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:১১   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাণিজ্য উপদেষ্টার সাথে এফএও’র সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের সাক্ষাৎ
দলে অনুপ্রবেশকারী ‘চাঁদাবাজ-টেন্ডারবাজদের’ সতর্ক করলেন সাখাওয়াত
বিলিয়ন ডলারের বিনিয়োগের লক্ষ্য নিয়ে সিরিয়ায় সৌদি প্রতিনিধি দল : রাষ্ট্রীয় গণমাধ্যম
শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির
অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু
অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না : জামায়াত আমির
শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ