স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রথম পাতা » আইন আদালত » স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
বুধবার, ২৩ জুলাই ২০২৫



স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর মাথা থেঁতলে হত্যা মামলায় স্বামী স্কুল শিক্ষক আমিরুল ইসলাম বাবুকে (৩৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক (ওসি) মো. কাইউম খান।

দন্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম বাবু সোনারগাঁ বারদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলের শিক্ষক ছিলেন।

মামলার বরাতে ওসি কাইউম খান জানান, ২০১৭ সালে আমিনুল ইসলামের সঙ্গে সোনারগাঁ উপজেলার বারদি এলাকার মো. করিম মোল্লার মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয় এবং শান্তা অন্যত্র বিয়ে করেন। তবে সাত মাস পর আমিরুল ইসলাম পুনরায় শান্তাকে বিয়ে করেন। এরপর থেকে বন্দরের রাজবাড়ি এলাকায় বসবাস শুরু করেন তারা। দ্বিতীয় বিয়ের দুই মাসের মধ্যে ফের পারিবারিক কলহের জেরে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে স্ত্রী শান্তাকে হত্যা করে আমিরুল।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিতে বলেছেন, পারিবারিক অশান্তির কারণে শিলপাটা দিয়ে স্ত্রী শান্তার মাথা থেঁতলে হত্যা করেছেন। এরপর বঁটি দিয়ে শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে তাতে লবণ লাগিয়ে দেন। এ ঘটনায় শান্তার বাবা বাদী হয়ে মামলা করেন। বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’

বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৯   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বিপুল সংখ্যক আসামির জামিন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ইজিবাইক চালকের মৃত্যুদণ্ড
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি, নীলনকশায় হয়েছেন ক্ষমতাচ্যুত: ট্রাইব্যুনালে আইনজীবী
চানখারপুলে ৬ হত্যা : উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্যগ্রহণ শুরু
বুধবার থেকে ডিজিটাল জামিননামা, এক ক্লিকে পৌঁছে যাবে কারাগারে
পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের: তাজুল ইসলাম
চাঁনখারপুলে ৬ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ
১২ দফতরে পাঠালো শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ