প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি “আমরা নারায়ণগঞ্জবাসী”র

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি “আমরা নারায়ণগঞ্জবাসী”র
বুধবার, ২৩ জুলাই ২০২৫



প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি “আমরা নারায়ণগঞ্জবাসী”র

নারায়ণগঞ্জ শহরের পশ্চিমাঞ্চলে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় কিল্লারপুল বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন।

পরে সংগঠনের পক্ষ থেকে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তব্যে সভাপতি আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ বলেন, “নিতাইগঞ্জ, পাইকপাড়া, দেওভোগ, খানপুর, মাসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকায় প্রি-পেইড মিটার বসানোর ফলে গ্রাহকরা নানা ভোগান্তিতে পড়ছেন। এটি একটি জনস্বার্থবিরোধী উদ্যোগ।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী মানবাধিকার সংগঠন নির্ভীক এর প্রতিষ্ঠাতা এটিএম কামাল বলেন, “প্রি-পেইড মিটার স্থাপন জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র। ডিপিডিসি এ কার্যক্রম চালিয়ে গেলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহ-সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, আব্দুল হালিম বেপারী, গোলাম রসুল রফিক, এস এম বাতেন, জাহাঙ্গীর কবির পোকন, সোহরাব হোসেন, হারুন উর রশীদ মিলন, জহিরুল ইসলাম মিন্টু, মো. মহিউদ্দিন মাহামুদ প্রমুখ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা এড. বিএম হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, সহ-সভাপতি আব্দুল সাত্তার ভুট্টু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হোসেন জুলু, সমাজকল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, যুব কল্যাণ সম্পাদক ইমরান শরীফ, জাহাঙ্গীর হোসেন খোকা, মো. ইকবাল শেখ, হারুন অর রশীদ, মো. সুজন, মো. জামিল আহমেদ, রেহান শরীফ, জয়নাল ফকির, মোস্তাফিজুর রহমান শিপলু, মোহাম্মদ আলী, খ.ম সুলতান, মো. সুলতান, বিপুল হোসেন শুক্কুর, রিজন, মো. বদু, হাজী মনির, মনির বাদশা, মো. রাব্বী, মো. আলম, ডা. মো. এনায়েত উল্লাহ, আব্দুল সালাম সেলিম, মো. মিরাজ, হাজী রহমত উল্লাহ্, মো. হাসান, মো. আরাফাতসহ তিন শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ।

বক্তারা অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে ডিপিডিসির প্রতি আহ্বান জানান এবং তা বাস্তবায়ন না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:২২   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার
জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত
ইসিতে চতুর্থ দিনের আপিলে ৫৩ জন বৈধ
বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
বরেণ্য সংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ