জুলাইয়ের চেতনায় দেশ গড়তে লাখো কণ্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাইয়ের চেতনায় দেশ গড়তে লাখো কণ্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ
শনিবার, ২৬ জুলাই ২০২৫



জুলাইয়ের চেতনায় দেশ গড়তে লাখো কণ্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে।

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা অনুষ্ঠান থেকে জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ঢাকাসহ ৬৪ জেলা-উপজেলায় ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করান।

উপদেষ্টা বলেন, ‘আজ আমরা এখানে শুধু একটি সেবা মেলা বা সমাবেশ করতে আসিনি। আমরা এসেছি এক নতুন সামাজিক চুক্তি সম্পাদন করতে। আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক ও মর্যাদার বাংলাদেশের স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।’

তিনি বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ। আজ থেকে রাষ্ট্র আর দূর থেকে দেখা কোনো অচেনা প্রতিষ্ঠান নয়। আজ থেকে রাষ্ট্র হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু ।

উপদেষ্টা বলেন, ‘আজ এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সকলকে সাক্ষী রেখে আমি আমার দুই মন্ত্রণালয়- সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা সরকারের পক্ষ থেকে দুর্বল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’

শারমীন এস মুরশিদ বলেন, মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে সকল ত্রুটিবিচ্যুতি দূর করে প্রযুক্তির সহায়তা নিয়ে আপনার প্রাপ্য ভাতা পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না। আমাদের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয়, এগুলো হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, তাদের সুরক্ষার বর্ম।’

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নারী ও শিশু নির্ভয়ে বেড়ে উঠবে, প্রতিটি নারী সম্মানের সাথে বাঁচবে। অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী- শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে আমাদের এই মাতৃভূমিকে মুক্ত করতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে জুলাই কন্যা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৪   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
নির্বাচনের আয়োজনকে ভন্ডুলের চেষ্টা করছে পতিত শক্তি: প্রধান উপদেষ্টা
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
চেয়ার ঠিক রাখার জন্য দুই হাজার মানুষকে হত্যা করা হলো: মামুন মাহমুদ
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা
বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার অদম্য পথযাত্রার সূচনা করেছে জুলাই অভ্যুত্থান : শেখ বশিরউদ্দীন
জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু
২০ জনের জায়গায় ২০০ আসামি, তাই তদন্তে দেরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ