আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরাইল। তবে জাতিসংঘ বলছে, উপত্যকায় অনাহারে থাকা মানুষদের জন্য এ সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) রাতে গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করলো ইসরাইল। এর আগে অন্যান্য দেশকে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছিল ইসরাইল।
এর আগে ইসরাইল জানায়, তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডোর খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ত্রাণ সরবরাহের মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে, আল-মাওয়াসি অঞ্চলের একটি তাবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরও ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্র্যাটরা। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরাইল এখন গাজায় নিধনযজ্ঞ চালাচ্ছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান গাজায় সহায়তা সরবরাহে ব্যর্থতার নিন্দা করেছেন।
তিনি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু মিলে মানবিক সাহায্য বন্ধ করে মৃত্যুর মিছিল বাড়াচ্ছেন। কংগ্রেসম্যান গারামেন্দি অভিযোগ করেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার পৌঁছাতে দিচ্ছে না, যা গণহত্যার পর্যায়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:৪১ ৯ বার পঠিত